লক্ষ্মীপুরে মাসে গড়ে ৬ জনের আত্মহত্যা

|

লক্ষ্মীপুরে বেড়েই চলেছে আত্মহত্যা। গড়ে মাসে ৬ জন করে আত্মহত্যা করছেন। আত্মহত্যাকারীদের বেশিরভাগই ১৮ থেকে ৩০ বছর বয়সী। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়-পারিবারিক কলহসহ নানা কারণে নিজের ওপর আস্থা হারাচ্ছে মানুষ। বেছে নিচ্ছে অস্বাভাবিক মৃত্যুর পথ।

এদিকে আত্মহত্যার প্রবণতা কমাতে সচেতনতামূলক সভা-সেমিনার করছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। আত্মহত্যার ইন্ধনদাতাদের আইনের আওতায় আনার দাবি জেলাবাসীর।

পুলিশের তথ্য, লক্ষ্মীপুরে গেল এক বছরে আত্মহত্যা করেছে ৭৪ জন। ২০১৭-তে আত্মহননকারীর সংখ্যা ছিল ৬০। আর পুলিশের হিসাবে, ৫ বছরে অস্বাভাবিক এই মৃত্যুর পথ বেছে নিয়েছে ৩শ’ ৭৫ জন।

আত্মহত্যার প্রবণতা বাড়ার কারণ হিসেবে বেশ কিছু বিষয় চিহ্নিত করেছেন সমাজবিজ্ঞানীরা। তারা মনে করেন, যৌতুক-পারিবারিক নির্যাতন এক্ষেত্রে অনেকটাই দায়ী। পাশাপাশি সম্পর্কের টানাপোড়েন, অর্থনৈতিক সংকটসহ আরও নানা কারণে বাড়ছে আত্মহত্যা।

আত্মহত্যার প্রবণতা কমাতে নানা পদক্ষেপ নিয়েছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন স্থানে চলছে সচেতনতামূলক সভা-সেমিনার।

লক্ষ্মীপুরে আত্মহত্যা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষও। চান, এসব ঘটনায় ইন্ধনদাতাদের আইনের আওতায় নেয়া হোক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply