নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ ফারুক আজ দুপুরে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের নুরুল হুদার ছেলে ফরহাদুল ইসলামকে স্ত্রী হত্যার দায়ে আসামীর উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা এবং অভিযুক্ত অপর ৪ জনকে বেকসুর খালাসের আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ফ্রেব্রুয়ারি মাসের ৭ তারিখ স্বামী ফরহাদুল ইসলাম, তার মা, বোন ও দেবর স্ত্রী আমেনা বেগম (২৭) কে নির্যাতন করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বড় বোন আলেয়া বেগম বাদী হয়ে ফরহাদুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে।
তদন্ত শেষে বেগমগঞ্জ থানা অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। ১৭ জনের স্বাক্ষ্য গ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন, সিনিয়র আইনজীবী সালাউদ্দিন কামরান এবং আসামি পক্ষে এডভোকেট মাহফুজ মামলা পরিচালনা করেন।
উল্লেখ্য হত্যার ৫ মাস আগে একই উপজেলার শরীফপুর গ্রামের মৃত কোরবান আলীর মেয়ে আমেনা বেগমের সাথে ফরহাদুল ইসলামের বিয়ে হয়।
Leave a reply