দ্বিতীয় ভৈরব রেলসেতুর উদ্বোধন

|

মেঘনা নদীর উপর নির্মিত দ্বিতীয় ভৈরব রেলসেতু ও তিতাস নদীর উপর নির্মিত দ্বিতীয় তিতাস রেলসেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হলো আজ। বৃহস্পতিবার, সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতু দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পাশাপাশি, মৈত্রী এক্সপ্রেসের ঢাকা-কলকাতা কাস্টম ইমিগ্রেশন স্টেশন ও খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস ট্রেন উদ্বোধন হয়েছে। কাস্টমস ইমিগ্রেশন স্টেশনের ফলে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার আগেই বাংলাদেশ অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে। আর গন্তব্যে পৌঁছানোর পর কলকাতায় হবে সে দেশের ইমিগ্রেশন। ফলে ঢাকা-কলকাতা যাত্রায় সময় প্রায় ৩ ঘন্টা কমে আসবে। এদিকে, রেল কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় ভৈরব ও তিতাস সেতু চালু হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে যাত্রা সময় প্রায় ১৫ মিনিট কমে আসবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply