কাশ্মির সংকট নিরসনে আবারও ভারতের প্রতি আহ্বান ইমরান খানের

|

কাশ্মির ইস্যুতে সংকট নিরসনে আবারও ভারতের প্রতি আহ্বান জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

মঙ্গলবার বিবিসি-সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেন, কাশ্মির নিয়ে বিভেদ মেটানো সম্ভব হলে তা কেবল ভারত বা পাকিস্তান নয়, বরং পুরো অঞ্চলের জন্য কল্যাণকর হবে। আর এজন্য দু’দেশের মধ্যে আলোচনার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন ইমরান। তিনি বলেন, দু’টো প্রতিবেশি দেশের মধ্যে চিরকাল এমন উত্তপ্ত সম্পর্ক কাম্য নয়।

এদিকে ভারতের লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে কাশ্মির ইস্যুতে পাকিস্তান প্রধানমন্ত্রীর এমন বক্তব্য জন্ম দিয়েছে নানা আলোচনার। এবার ভারতীয়দের পাকিস্তান-বিরোধী মনোভাব, জাতীয় নিরাপত্তা আর কাশ্মির ইস্যু গুরুত্ব পেয়েছে ক্ষমতাসীন বিজেপি’র নির্বাচনী প্রচারণায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply