ইসরায়েলের সাথে আঁতাত: পদত্যাগ করেছেন ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেল

|

File photo dated 31/10/17 of International Development Secretary Priti Patel, who has apologised for taking time out of a family holiday to meet Israeli prime minister Benjamin Netanyahu and other politicians without telling the Foreign Office in advance.

ইসরায়েলের শীর্ষ নেতাদের সাথে গোপন বৈঠকের জেরে পদত্যাগ করতে বাধ্য হলেন ব্রিটিশ মন্ত্রী প্রীতি প্যাটেল। বুধবার, এ ঘোষণা দেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী। অনেক নাটকীয়তার পর তাকে সরে দাঁড়াতে হলো।

সরকারি সফরে দেশের বাইরে ছিলেন প্রীতি। সফর সংক্ষিপ্ত করে তাকে দেশে ফেরত আসতে বলা হয়। প্রধানমন্ত্রী থেরেসা মে তাকে ১০ ডাউনিং স্ট্রিটে ডেকে পাঠান। অতি সংক্ষিপ্ত বৈঠক শেষে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

প্রীতির বিরুদ্ধে অভিযোগ, গেল আগস্টে ব্যক্তিগত সফরে ইসরাইল গিয়ে গোপনে সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে বৈঠক করেন তিনি। ১২ দফা গোপন বৈঠকের তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর প্রীতি দাবি করেন ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অবগত আছে। পরে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিষয়টি অস্বীকার করা হলে ক্ষমা চান প্রীতি। বিরোধী দল লেবার পার্টিও প্রীতির পদত্যাগ দাবি করে আসছিল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রীতি প্যাটেলের পদত্যাগ থেরেসা মে’র সরকারকে আরও বেকায়দায় ফেলে দিয়েছে। ২০১৬ সালে মন্ত্রীত্ব পান ৪৫ বছর বয়সী কনজারভেটিভ পার্টির এ নেতা। এর আগে, গেল সপ্তাহে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পদত্যাগ করেন প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply