‘নুসরাতের শারিরীক অবস্থা অপরিবর্তিত’

|

নুসরাতের শারিরীক অবস্থা আগের মতো, কোন উন্নতি হয় নি, অবনতিও হয় নি তবে গতকালের অস্ত্রপচারের পর তার শ্বাস নিতে কিছুটা সুবিধা হচ্ছে এমনটাই জানালেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

তিনি আরও বলেন, ওর বয়সের রোগীর ১৫% বার্ণ হলেই ঝুঁকিতে থাকে। তার তো ৮০% বার্ণ সে খুবই ঝুঁকিতে রয়েছে।সিঙ্গাপুরের ডাক্তারদের কাছে তার সব রিপোর্ট সকালে পাঠানো হয়েছে, তারা পর্যবেক্ষণ করে জানাবে ঘণ্টা খানেক পর।

এরআগে ফেনীর সোনাগাজীতে পরীক্ষাকেন্দ্রের ভেতর ওই ছাত্রীর (১৮) গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা চালায় দুর্বৃত্তরা। শনিবার সকালে সোনাগাজী পৌর এলাকার ইসলামিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসাকেন্দ্রে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী ওই মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষা দিচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা করেন ওই ছাত্রীর মা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৭ মার্চ সকাল ১০টার দিকে অধ্যক্ষ তার অফিসের পিয়ন নূরুল আমিনের মাধ্যমে ছাত্রীকে ডেকে নেন। পরীক্ষার আধা ঘণ্টা আগে প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন অধ্যক্ষ। পরে পরিবারের দায়ের করা মামলায় গ্রেফতার হন অধ্যক্ষ। সেই মামলা তুলে না নেয়ায় অধ্যক্ষের লোকজন ওই ছাত্রীর গায়ে আগুন দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply