ছাত্রলীগ নেতা হত্যায় ৫ জনের যাবজ্জীবন

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
পটুয়াখালীতে ছাত্রলীগ নেতা আবুল বাশার হত্যা মামলার রায়ে পাচ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বিকা‌লে পটুয়াখালীর অ‌তি‌রিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিজ্ঞ বিচারক একেএম এনামুল ক‌রিম এ রায় প্রদান ক‌রেন।

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন মির্জাগঞ্জ উপ‌জেলার কাকড়াবু‌নিয়া ইউ‌নিয়‌নের সা‌হেব আলী, নিজাম, আনসার, জু‌য়েল ও সোহরাব।
রা‌য়ে উপ‌রোক্ত পাচ জ‌নের ৩০হাজার টাকা আ‌র্থিক জ‌রিমানা অনাদা‌য়ে আ‌রো দুই বছ‌রের কারাদ‌ণ্ডের আ‌দেশ দেন।

পাশাপা‌শি অপর ছয়জন আসামির প্র‌ত্যেক‌কে দুই বছর থে‌কে পাচ বছ‌রের বি‌ভিন্ন মেয়া‌দে কারাদ‌ণ্ডে দ‌ন্ডিত করা হয়।

আদালত থে‌কে প্রাপ্ত সূ‌ত্রে জানা গে‌ছে, ২০০৬ সা‌লের ২০শে ন‌ভেম্বর জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের জে‌রে প্র‌তিপক্ষরা মির্জাগঞ্জ উপ‌জেলার কাকড়াবু‌নিয়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সে‌ক্রেটারী আবুল বাশার‌কে কু‌পি‌য়ে গুরুতর জখম ক‌রে। প‌রের দিন সে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে মারা যায়। ওই‌দিনই নিহ‌তের চাচাত ভাই মোঃ ইউ‌নুস আলী বাদী হ‌য়ে আসামিদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় এক‌টি হত্যা মামলা দা‌য়ের ক‌রেন। দুই বছর পর ২০০৮ সা‌লে এ মামলার চার্জশিট দা‌খিল ক‌রেন পু‌লিশ। দীর্ঘ ১১ বছর স্বাক্ষ্য প্রমা‌ণিদি শে‌ষে বিজ্ঞ বিচারক আজ আসামিদের বিরু‌দ্ধে এ রায় প্রদান ক‌রেন। নিহত আবুল বাশা‌রের বাবার নাম মৃত আবুল কা‌শেম ফ‌কির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply