মোদিকে নিয়ে চলচ্চিত্রের মুক্তি আটকে দিল নির্বাচন কমিশন

|

নরেন্দ্র মোদির জীবনী নির্ভর চলচ্চিত্রের মুক্তি আটকালো ভারতের নির্বাচন কমিশন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় এ সিদ্ধান্ত দেয় ভারতের নির্বাচন কমিশন।

অথচ সকালেই সেন্সর বোর্ড অব ইন্ডিয়া ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’ চলচ্চিত্রটির মুক্তির ব্যাপারে ছাড়পত্র দেয়। কিন্তু শেষ মুহূর্তে বাধ সাধে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন জানায়, সংবিধানের ৩২৪ নম্বর ধারা প্রয়োগ করে বন্ধ করা হলো চলচ্চিত্রটির প্রর্দশন। এরফলে, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ বিষয়ে আপিল করতে পারবেন না সিনেমা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

কমিশনের ভাষ্য- নির্বাচনের সাথে যুক্ত কোন রাজনীতিকের জীবনী নির্ভর চলচ্চিত্র তৈরি হলে ভোটের সময় তা লেভেল প্ল্যায়িং ফিল্ডের ক্ষেত্রে বাধার কারণ হয়। কমিশন আরও জানায়, নির্বাচনী আচরণ বিধি অনুসারে- এধরণের বায়োপিক ইলেকট্রনিক মাধ্যমে প্রর্দশিত হওয়া উচিৎ নয়। এতে নির্দিষ্ট একটি রাজনৈতিক দল বাড়তি সুবিধা পাবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply