ভারতীয় ট্রাক থেকে অস্ত্র উদ্ধার, কর্মচারি আটকের জেরে বন্দর অচল

|

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকের মধ্যে একটি দেশীয় শুটার গান জব্দ করার ঘটনায় এক সিএন্ডএফ কর্মচারিকে আটকের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিস্টকালের জন্য দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বানিজ্য বন্ধ করে দিয়েছে সিএন্ডএফ এজেন্ট কর্মচারি ইউনিয়ন।

সকাল থেকে কয়েক হাজার কর্মচারি বেনাপোল-যশোর সড়ক অবরোধ করে বন্দর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বন্দর থেকে মালামাল লোড-আনলোড ও পন্য খালাস বন্ধ রয়েছে।

সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টায় ভারতীয় ট্রাক টার্মিনালে রাখা একটি গাড়িতে আগ্নেয়াস্ত্র রয়েছে এমন সংবাদ পেয়ে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশ মিলে অভিযান চালায়। এসময় একটি ট্রাক থেকে কাগজে মোড়ানো পুরাতন একটি দেশি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় সুযোগ বুঝে সটকে পড়েন ট্রাকের চালক। এ ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ সিএন্ডএফ কর্মচারি মিকাইল হোসেনের নামে মামলা করলে রাতেই পুলিশ তাকে আটক করে। মিকাইলের নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত আমদানি রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছে অবরোধকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply