বিদায় ১৪শ ২৫; স্বাগতম ১৪শ ২৬ বঙ্গাব্দ। সূর্যোদয়ের সাথে সাথে রমনার বটমূলে বাংলা নতুন বছরকে বরণ করে নেয় ছায়ানট।
‘অনাচারের বিরুদ্ধে জাগ্রত হোক শুভ বোধ’ এই প্রাতিপাদ্যে সকাল সোয়া ৬ টায় শুরু হয় ছায়ানটের বর্ষবরণ। প্রথমে অসিত কুমারদে’র কণ্ঠে বেজে ওঠে রাগ ললিত। রবীন্দ্রনাথের ‘মোরে ডাকিয়া লয়ে যাও’ ভেসে আসে ছোট ও বড়দের যৌথকণ্ঠে। অজয় ভট্টাচার্যের প্রথম আলোয় লহ প্রণিপাত গান নিয়ে আসেন খায়রুল আনাম শাকিল।
এরকম একের পর এক সুরের মূর্ছনায় দোলে ওঠেন দর্শক শ্রোতা। ছোটরা পরিবেশন করে রবীন্দ্রনাথ, নজরুল ও লালন সাঁইয়ের গান। সম্মেলক- লালন সাঁই, শাহ আব্দুল করিম, সলিল চৌধুরী, মুকুন্দ দাসের বাণী প্রাণে জাগায় স্পন্দন। চিত্তে আলোড়ন তোলে ত্রপা মজুমদার ও জহিরুল হক খানের একক আবৃত্তি।
ভোরের আলো ফোঁটার আগে রমনার থেকেই বটমূলে আসতে শুরু মানুষ। আলো বাড়ে, হাজারো মানুষের পদচারনায় রমনা পার্ক হয়ে ওঠে মহা মিলনস্থল।
মোট একত্রিশটি পরিবেশনায় সাজানো হয় ছায়ানটের এবারের আয়োজন। শেষ হয় জাতীয় সংগীতে।
Leave a reply