বকেয়া বেতনের দাবিতে গাজীপুর জেলা প্রশাসনের সামনে গার্মেন্টস কর্মীদের অবস্থান

|

গাজীপুর প্রতিনিধি:

বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুর জেলা প্রশাসনের সামনে অবস্থান নিয়েছেন ইন্টারমেক্স সুইটার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা।

এসময় শ্রমিকরা জানান, শ্রমিক-কর্মচারীর ফেব্রুয়ারি ও মার্চসহ চলমান মাসের বেতন-ভাতা পরিশোধ না করে কর্তৃপক্ষ কারখানাটির তালা বন্ধ করে দেয়। ফলে বেতন-ভাতা না পেয়ে পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। তারা বলছেন, বেতন- ভাতা পরিশোধ ও কারখানা খুলে না দেওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

অবিলম্বে কারখানাটি খুলে দিয়ে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার ও বিজিএমইএ’র প্রতি অনুরোধও জানান পোশাক কর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply