ইমরুল ও তাসকিনকে বাদ দেয়ার যে যুক্তি দিলেন নির্বাচকরা

|

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকাটাকেই তাসকিনকে বাদ দেয়ার কারণ হিসেবে জানালেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। একইসাথে টপ অর্ডারে রাইট এন্ড লেফট কম্বিনেশনের চাহিদা থাকার কারণেই ইমরুলকে বাদ দেয়া হয়েছে বলেও জানান এই নির্বাচক।

আজ দুপুরে বিসিবিতে বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার সময় সাংবাদিকদের প্রশ্নে উত্তরে এসব কথা বলেন নান্নু।

নান্নু বলেন, তাসকিন একটি লং ব্রেক নিয়েছে একইসাতে নিউজিল্যান্ডে বিবেচনা করার পরও সে ইনজুরি তে পরেছে। তাই তার ফিটনেস এখনো আপ টু দ্যা মার্ক না হবার কারণে তাকে আপাতত নেয়া হয়নি। তবে তাসকিনকে ব্যাকআপ হিসেবে বিবেচনায় গুরুত্ব দিচ্ছেন বলেও জানালেন তিনি।

ইমরুলের ব্যাপারে নান্নু বলেন, সে আমাদের বিশ জনের পুলে আছে। তবে টিম ম্যানেজমেন্টের চাহিদার কারণে এখন তাকে বসিয়ে রাখা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply