ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে

|

ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে।

স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটাভুটি চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এরইমাঝে বিধিমালা লঙ্ঘন করায় দুটি আসনে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আসন দুটি হচ্ছে, তামিলনাড়ুর ভেলোর এবং পূর্ব ত্রিপুরা। এরমাঝে ত্রিপুরায় পরবর্তী ধাপে ভোটের তারিখ দেয়া হলেও, ভেলোরের ভবিষ্যৎ অনিশ্চিত।

তাই ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৫ আসনে ভোটগ্রহণ চলছে আজ।

তামিনাড়ুর ৩৮টি লোকসভা এবং ১৮টি বিধানসভা আসনে হচ্ছে উপ-নির্বাচন।

এছাড়া কর্নাটকে ১৪, মহারাষ্ট্রের ১০, উত্তর প্রদেশের ৮ এবং পশ্চিমবঙ্গের তিন আসনে চলছে ভোট। রয়েছে জম্মু-কাশ্মিরও।

এবার ভোটার সংখ্যা প্রায় ১৬ কোটি; লড়ছেন ১৬শ’র বেশি প্রার্থী। এই ধাপে হেভিওয়েট প্রার্থীদের ছড়াছড়ি। রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবে গৌড়া, সাবেক মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লাহ।

এছাড়া উত্তর প্রদেশে কংগ্রেসের সভাপতি রাজ বাব্বার, জেষ্ঠ্য নেতা ভিরাপ্পা মৈলি, কানিমোঝি ছাড়াও রয়েছেন বিজেপির তারকা প্রার্থী হেমা মালিনী।

লোকসভা নির্বাচনের পরবর্তী ধাপের ভোট ২৩ এপ্রিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply