দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭

|

ময়মনসিংহ ও কুষ্টিয়া আর যশোরে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহে ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে মারা গেছে ৪ জন।

আজ সকালে ময়মনসিংহ শহরের আলালপুর এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষ হয় যাত্রীবাহি সিএনজি অটোরিকশার। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৪ আরোহী নিহত হয়। তাদের মধ্যে রয়েছেন ইউনুস ও কুদ্দুস নামে দুই সহোদর। আহত হয়েছে কয়েকজন। ঘটনার পর মরদেহ নেয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। আহত দু’জনকে ভর্তি করা হয় হাসপাতালে। ট্রাকটি রাস্তায় বেপরোয়াভাবে চালাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালক।

এদিকে সকালেই কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহিনীতে ট্রাক ধাক্কা দেয় যাত্রীবাহী একটি ভ্যানকে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সাবুল মন্ডল নিহত হন। এসময় সাব্দার মুন্সী ও আসহাব প্রামাণিক নামে ভ্যানের দুই আরোহী আহত হন। নিহত সাবুল মন্ডলের বাড়ি মিরপুর উপজেলার মির্জানগর গ্রামে। এছাড়া কুষ্টিয়ার মিরপুরের রানাখড়িয়া এলাকায় ট্রাক চাপায় রমজান মোল্লা নামে একজনের প্রাণ যায়। আর যশোরের শার্শায় সড়ক ট্রাক চাপায় নিহত হয়েছেন একজন। আহত হয়েছেন ২ পথচারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply