শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২০৭

|

শ্রীলঙ্কায় বেশ কয়েকটি গির্জা ও পাঁচ তারকা হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে এখন ২০৭ জন। আহত হয়েছেন পাঁচশ’র বেশি। বিস্ফোরণের সময় ইস্টার সানডে’র প্রার্থনা চলছিলো গীর্জায়।

গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী কলম্বো ও পাশের শহর নেগোম্বোয় চালানো হয় এসব হামলা। বিস্ফোরণের লক্ষ্যবস্তু ছিলো সেইন্ট এন্থোনি, সেইন্ট সেবাস্তিয়ান ও বাত্তিকালোয়া গির্জা। এছাড়া, রাজধানীর সাংগ্রি লা, কিংসবারি এবং সিনামন গ্র্যান্ড হোটেলেও শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন বিদেশী নাগরিক রয়েছেন। আহত অনেকে। দ্রুত ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা। স্থানীয় হাসপাতালগুলোয় সময়ের সাথে বাড়ছে দগ্ধদের ভিড়। অনেকের অবস্থা গুরুতর; চিকিৎসকদের শঙ্কা- বাড়বে নিহতের সংখ্যা। এখন পর্যন্ত কোন চরমপন্থি সংগঠন হামলার দায় স্বীকার করেনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply