গাইবান্ধা সদর হাসপাতালে শিশু মৃত্যুর অভিযোগ

|

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিন বয়সী অজ্ঞাত পরিচয় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার রাত ৯টার দিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ৭ নম্বর বেড়ে শিশুটির মৃত্যু হয়। বিকেলে এক নারী শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। শিশুটিকে ভর্তির পরপরই হাসপাতাল থেকে পালিয়ে যায় ওই নারী।

নবজাতক ওয়ার্ডের প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে বেডে রেখে চলে যায় ওই নারী। এরপর তাকে কোন চিকিৎসাও দেয়া হয়নি। রাত ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়। প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।

তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরেফিন রহমান। জানায়, আমেনা নামে ওই নারী মুমূর্ষ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করে। ভর্তির পর শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও রেজিস্টারের কোন নাম পরিচয় উল্লেখ করা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply