পানিতে বিষ মেশানোর গুজবে শ্রীলঙ্কায় আতঙ্ক, ফের কারফিউ

|

ভয়াবহ হামলায় যখন নিহত ও আহতদের সন্ধানে স্বজনরা ছুটোছুটি করছেন, তখন গুজবের নগরীতে পরিণত হয়েছে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো।

সোমবার এমনই এক গুজব ছড়িয়ে পড়ে কলম্বোয়। বলা হচ্ছিল, নগরীর বিভিন্ন স্থাপনার পানির লাইনে বিষ মিশিয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নতুনভাবে ভয়াবহতার দিকে ধাবিত হতে পারে এমন শঙ্কায় সরকারের তরফ থেকে সকালে তুলে নেয়া কারফিউ নতুন করে জারির ঘোষণা দেয়া হয়েছে। নতুন ঘোষণায় সোমবার রাত ৮টা থেকে আগামীকাল মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত দেশজুড়ে সতর্কতামূলক কারফিউ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে, পুলিশ পানির লাইনে বিষ মিশিয়ে দেয়া বিষয়ে অনলাইনে ছড়িয়ে পড়ার খবরকে গুজব বলে নাকচ করে দেয়া হয়েছে। তারা বলেছে, এসব খবর ভিত্তিহীন।

গতকাল রোববার সকালে ইস্টার সানডেতে দেশটির তিনটি গির্জা, চারটি হোটেলসহ অন্তত আটটি স্থানে সিরিজ বোমা হামলা হয়। হামলায় এখন পর্যন্ত ৩৬ বিদেশিসহ ২৯০ জন নিহত ও ৫০০ জনের বেশি আহত হয়েছেন।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে সন্দেহভাজন ২৪ জনকে আটক করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply