শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১০

|

শ্রীলঙ্কায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১০-এ। এ পরিস্থিতিতে, নতুন হামলার আশঙ্কায় দেশটিতে জারি রয়েছে জরুরি অবস্থায়। আজ হতাহতদের স্মরণে শ্রীলঙ্কাজুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক।

সকালে দেশজুড়ে তিন মিনিট নিরবতা পালন করা হয়। রাজধানী কলম্বো ও আশেপাশের এলাকাগুলোয় মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তা। সোমবারও, সেইন্ট এন্থোনি গির্জার সামনে ঘটে নতুন বিস্ফোরণ। কলম্বো বিমানবন্দর ও পেট্টা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার হয় শক্তিশালী ৮৭টি বিস্ফোরক। দেশটিতে মধ্যরাত থেকে জারি করা হয় জরুরি অবস্থা। এর আগেই, যুক্তরাষ্ট্রসহ প্রতিবেশী দেশগুলো আরও হামলার সতর্কবার্তা দিয়েছিলো।

এদিকে, হামলাকারীদের সন্ধানে অব্যাহত তল্লাশি-অভিযান। এখন পর্যন্ত ৪০ জনকে গ্রেফতার করা হলেও, নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। এদিকে, দেশটির মন্ত্রিপরিষদের মুখপাত্র জানিয়েছেন, শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ হামলা চালিয়েছে স্থানীয় ইসলামপন্থি গোষ্ঠী ন্যাশনাল তৌহিদ জামাত। তিনি বলেন, হোটেল ও গির্জায় বিস্ফোরণ ঘটায় ৭ আত্মঘাতী; যারা সবাই শ্রীলঙ্কান। তাদের সাথে বিদেশি কারও সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

টিবিজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply