শেখ সেলিমকে সান্ত্বনা দিলেন প্রধানমন্ত্রী

|

ব্রুনাইয়ে তিনদিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে নেমে উপস্থিত আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী।

রোববার শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় শেখ সেলিমের একমাত্র মেয়ের বড় ছেলে জায়ান চৌধুরী নিহত হয়। জায়ানের বাবাও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

প্রধানমন্ত্রীর ফুপাতো ভাই শেখ সেলিম জামাতার শারীরিক অবস্থার কথা জানিয়ে গতকাল মঙ্গলবার বলেন, মশিউলের শরীর থেকে তিন লিটার রক্ত বের হয়ে গেছে। অস্ত্রোপচার করা হয়েছে। লিভারে বোমার স্প্লিন্টার পাওয়া গেছে। পাকস্থলীও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পায়ের যে অবস্থা তাতে এখন হাসপাতাল থেকে সরানো সম্ভব নয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply