গহীনে জঙ্গলে ভোটকেন্দ্র, ভোটার একজন!

|

ভারতদাস ধারসান্দাস নামের এই ধর্মীয় গুরু গুজরাটের গহিন বনের ভেতর একটি মন্দিরে বসবাস করেন। কাজেই তার ভোটাধিকার নিশ্চিত করতে চলতি সপ্তাহে সিংহ-উপদ্রুত জঙ্গলের ভেতর দিয়ে ৭০ মাইলের বেশি যাত্রা করতে হয়েছে ভারতীয় নির্বাচন কমিশনের কর্মকর্তাদের।-খবর রয়টার্সের

বনের ভেতর বসবাস করা ৬৯ বছর বয়সী এই ধর্মীয় গুরু যাতে ভোট দিতে পারেন, সে জন্য এক পুলিশ সদস্যসহ নির্বাচন কর্মকর্তাদের চার সদস্যের একটি দল গুজরাটের গির বন্যপ্রাণীর অভয়ারণ্যে একটি ভোটকেন্দ্র স্থাপন করেন।

গভীর জঙ্গলে তার আবাস হলেও ২০০২ সাল থেকে একটি নির্বাচনেও ভোট দেয়া বাদ রাখেননি তিনি। তার জন্য বিশেষভাবে স্থাপিত ভোটকেন্দ্রে যেতে তাকে কিলোমিটারখানেক হাঁটতে হয়েছে।

বন্যপ্রাণী অভয়ারণ্যের সাড়ে তিনশ বর্গকিলোমিটার গহিনে ধারসান্দাস একটি শিভামন্দির দেখভাল করেন। এখানে প্রায় ছয়শ এশীয় সিংহের বসবাস। ভারতে ৯০ কোটির মতো যোগ্য ভোটার রয়েছেন। ১০ লাখ ভোটকেন্দ্রে তারা ভোট দেবেন।

দেশটিতে ভোটগ্রহণের জন্য বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে যেতে হচ্ছে ভোট কর্মকর্তাদের। কিন্তু একজনের ভোট নিতে গিয়ে এমন কষ্টকর সফরের ঘটনা একেবারেই স্বাভাবিক না।

ধারসান্দাস বলেন, একটি ভোট নিতে সরকারকে অনেক আয়োজন করতে হয়েছে। এতে প্রতিটি ভোটের যে গুরুত্ব রয়েছে, তাই বোঝা যায়।

তিনি বলেন, এখানে শতভাগ ভোট পড়েছে। এভাবে সবখানেই শতভাগ ভোট নিশ্চিত করা দরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply