তেলের উপর নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুমকি ইরানের

|

তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করায় যুক্তরাষ্ট্রকে এর পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ক্ষ্যাপাটে বলেও উল্লেখ করে ইরান। একইসাথে ইরান তার গ্রাহকদের কাছে তেল বিক্রি অব্যাহত রাখবে বলেও ঘোষনা দেয়।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধন্তের পর পররাষ্ট্র মন্ত্রী জাভেদ জারিফ বলেন, ইরানের জাতীয় নিরাপত্তার জন্য একটি মূল ইস্যু হলো তেল রপ্তানি অব্যাহত রাখার স্বার্থে হরমুজ প্রণালী ও উপসাগরীয় অঞ্চল উন্মুক্ত রাখা। আর এর জন্য ইরান যা করা দরকার তাই করবে। জারিফ বলেন, ইরান তার গ্রাহকদের কোন ধরণের আর্থিক ক্ষতির সম্মুখিন করা ব্যতিরেকেই তেল সরবরাহ করে যাবে।

অন্যদিকে, ইরানের তেল রপ্তানি ব্যহত করতে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও আরব আমিরাত তাদের তেলের উৎপাদন আরো বৃদ্ধি করছে। ফলে বিশ্ব বাজারে তেলের দাম অপরিবর্তিত রেখেই ইরানের তেলের রপ্তানি ব্যাহত হবে বলে তাদের বক্তব্য। এদিকে যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞার পরপরই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে।

যমুনা অনলাইন/ইএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply