জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় দ্বিতীয় দিনের মত সাক্ষ্য গ্রহণ

|

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড.মুহম্মদ জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় দ্বিতীয় দিনের মত সাক্ষ্য নেয়া হয়েছে আজ।

আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট হরিদাশ কুমারের জবানবন্দি রেকর্ড করা হয়।

সকালে সিলেট অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা তার আদালতে সাক্ষ্য লিপিবদ্ধ করেন। গত বছরের ৪ অক্টোবর চার্জ গঠন হওয়া এ মামলার বিচারের দ্বিতীয় কার্যদিবস ছিল আজ। সেই সাথে আগামী ২১ মে পরবর্তী সাক্ষ্য গ্রহনের দিন ধার্য করেন আদালত।

২০১৮ সালের ৩ মার্চ নিজ ক্যাম্পাসে হামলার শিকার হন ড. জাফর ইকবাল। ওই রাতেই ফয়জুলকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।

গত ২১ ফেব্রুয়ারি মামলার বিচার প্রক্রিয়ার প্রথম দিনে বাদি সাক্ষ্য দেন।

যমুনা অনলাইন/ইএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply