জাতিসংঘের কর্মকর্তাদের রাখাইনে আরো বেশি কাজ করার পরামর্শ বাংলাদেশের

|

জাতিসংঘের কর্মকর্তাদের বাংলাদেশে না থেকে মিয়ানমারের রাখাইনে গিয়ে আরো বেশি কাজ করার পরামর্শ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

সকালে পররাষ্ট্রমন্ত্রণালয়ে জাতিসংঘের তিন কর্মকর্তার সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন।

এদেশে অবস্থান করা রোহিঙ্গাদের দেখভাল বাংলাদেশ করছে, তাই এবিষয়ে বেশি সময় না দিয়ে, মিয়ানমারে তাদের পুনর্বাসনে কাজ করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, অনেক বন্ধুরাষ্ট্র রোহিঙ্গা সমস্যা সমাধানে সামরিক মহড়ার কথা বলছে। তবে বাংলাদেশ রোহিঙ্গা সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান চায়। রোহিঙ্গারা ভাষাণচরে স্থানান্তর না হলে পরিবেশ বিপর্যয়ের ক্ষয়ক্ষতির দায়ভার নিতে হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। তবে সরকার জোর করে কাউকে ভাষানচরে পাঠাবে না বলেও জানান তিনি।

যমুনা অনলাইন/ইএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply