অর্থপাচার রোধে কাঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

|

অর্থপাচার রোধে কাঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমদানি-রফতানি করা শতভাগ পণ্য স্ক্যানিং এর আওতায় আনা হবে। বৃহস্পতিবার এক প্রাক বাজেট আলোচনায় এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, আগামী বাজেটে করের হার বাড়ানো হবে না। তবে আয়করের আওতা সম্প্রসারণ করবে এনবিআর। বাড়বে রাজস্ব আয়।

অর্থমন্ত্রী বলেন, সমাজে পিছিয়ে থাকা অনগ্রসরদের মূলধারায় আনার জন্যে কাজ করছে। এ জন্যে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। সামাজিক নিরাপত্তা বেস্টনি তৈরিতে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানো হবে। এর সুফল মিলবে তৃণমূলে।

তিনি আরও বলেন, অর্থনীতিতে উলম্ফন ঘটলে আয় বৈষম্য দেখা দেয়। বাংলাদেশেও এ ধরণের অবস্থা তৈরি হয়েছে। সম্পদের সুষম বন্টনের মাধ্যমে আয় এবং সম্পদ বৈষম্য কমিয়ে আনা হবে।

এনইসি মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রাক বাজেট আলোচনায় গণম্যাধ্যমে সম্পাদকসহ বিভিন্ন এনজিও’র নির্বাহীরা অংশ নেন।

যমুনা অনলাইন/ইএ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply