খাগড়াছড়ির দীঘিনালায় মো. সৌরভ (১৫) নামে নিখোঁজ এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার মেরুং এলাকার জলিলটিলা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত মো. সৌরভ পেশায় আইসক্রিম বিক্রেতা এবং একই এলাকার সোবহানপুর গ্রামের মো. হারুনের ছেলে।
দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, বুধবার থেকে নিখোঁজ ছিল সৌরভ। সকালে রাবার বাগান এলাকায় স্থানীয়রা তার মৃতদেহ দেখতে পান। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তদন্ত করে জানার চেষ্টা করছে পুলিশ।
যমুনা অনলাইন/ইএ
Leave a reply