যৌন হয়রানির মামলা প্রত্যাহার না করলে মাদরাসা শিক্ষার্থী নুসরাত রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার নির্দেশ দিয়েছিলেন অধ্যক্ষ সিরাজ উদ দৌলা। আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেছেন সিরাজ।
দুই আসামি শাহাদাৎ হোসেন শামীম ও নুর উদ্দিনকে কারাগার থেকে এই নির্দেশ দেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত সংস্থা পিবিআই এর চট্টগ্রাম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহম্মদ ইকবাল।
আজ রোববার দুপুরে কঠোর গোপনীয়তায় ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হয় নৃশংস এই হত্যা মামলার প্রধান আসামি সিরাজকে। তার জবানবন্দি রেকর্ড করেন বিচারক জাকির হুসাইন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে রাত পৌনে নয়টার দিকে তাকে কারাগারে নেয়া হয়।
Leave a reply