ভারতে চতুর্থ ধাপে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে

|

ভারতে চতুর্থ ধাপে আজ লোকসভা নির্বাচনের ভোট। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবার ভোট হচ্ছে ৯ রাজ্যের ৭২ আসনে। সবচেয়ে বেশি ১৭ আসনে ভোট মহারাষ্ট্রে। বাণিজ্যিক রাজধানী মুম্বাই ও আশেপাশের এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন তিন কোটির বেশি মানুষ। রাজস্থান ও উত্তর প্রদেশে ১৩টি করে ও পশ্চিমবঙ্গের ৮ আসনে হচ্ছে নির্বাচন। বাংলার রায়গঞ্জে গেলো ধাপে সহিংসতা হওয়ায় এবার তিনটি কেন্দ্রে পুনরায় ভোট। এছাড়া একই দিন ভোট হচ্ছে বিহার, ঝাড়খন্ড ও মধ্যপ্রদেশের বিভিন্ন আসনে। ওড়িষার ছয়টি লোকসভা এবং ৪১টি বিধানসভা নির্বাচনে চলছে ভোট।

এছাড়া, কাশ্মিরের অনন্তনাগ একমাত্র আসন, যাতে তিন দফায় হবে ভোট। এবার, ৯৬১ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ১২ কোটি ৭৯ লাখ ভারতীয়। এ ধাপেও রয়েছে বেশ কয়েকজন হেভিওয়েট ও বির্তকিত প্রার্থী। এরমাঝে, বিজেপির লোকসভা এমপি বাবুল সুপ্রিয়, মুনমুন সেন এবং বামপন্থি নেতা কানাইয়া কুমার রয়েছেন আলোচনায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply