শরীয়তপুরে নবনির্মিত বিদ্যালয় ভবনে ফাটল পরিদর্শনে দুদক

|

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের ৪১ নং চর যাদবপুর সরকারি বিদ্যালয়ের নব নির্মিত ভবনে ফাটলের অভিযোগ পেয়ে পরিদর্শনে আসেন দুর্নীতি দমন কমিশনের (দুদুক) ফরিদপুর অঞ্চলের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুর ১ টার দিকে ওই বিদ্যালয়ের নতুন ভবনটি পরিদর্শন করেন তারা।

দুদুকের চার সদস্যের প্রতিনিধি দল ছিলেন দুই জন সহকারি পরিচালক শাহরিয়ার জামিল, আবু সাঈদ এবং সহকারি পরিদর্শক সাঈদুর রহমান। এছাড়া দুদকের শরীয়তপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক বিল্লাল খান ও সদস্য মাহবুবুর রহমান।

দুদুক সহকারি পরিচালক শাহরিয়ার জামিল জানান, ১০৬ হট লাইনের অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় ভবনটি পরিদর্শনে আসি। পরিদর্শনে প্রাথমিকভাবে কাজে অনিয়ম ধরা পড়েছে। সার্বিক বিষয়ের ওপর একটি লিখিত প্রতিবেদন ঊর্ধ্বতনদের কাছে পাঠানো হবে। পরবর্তিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখবে দুদক।

উল্লেখ্য, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর ( এলজিইডি) শরীয়তপুর সদর উপজেলা ২০১৭ – ১৮ অর্থ বছরে প্রাথমিক শিক্ষা প্রকল্প -৩ এর আওতায় ৭৩ লাখ ৮৮হাজার ৪শ টাকা ব্যয়ে ৪ তলা ভবনের এক তলার নির্মাণ কাজ শেষ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply