যশোরে ছয় শিশুর উপর যৌন নির্যাতনের অভিযোগে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা করেছে অভিভাবকরা। মামলার অভিযোগে বলা হয়েছে, একই স্কুলের ওই ছয় শিক্ষার্থীর ওপর বেশ কিছুদিন ধরে নির্যাতন চালিয়ে আসছিল দিনমজুর আমিনুর। ছয় শিশুর ডাক্তারি পরীক্ষা হবে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ঘটনার সূত্রপাত ২৮ এপ্রিল। ওইদিন স্কুলের পরীক্ষায় অংশ না নেয়ায় চতুর্থ ও দ্বিতীয় শ্রেণির ৬ শিক্ষার্থীকে ডেকে পাঠায় যশোর শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের সাথে কথা বলার পর জানা যায়, কিছুদিন ধরে স্থানীয় দিনমজুর আমিনুর স্কুল ফেরত ৬ শিশুর উপর যৌন নির্যাতন চালায়।
আরও জানা যায়, দিন মজুর আমিনুল আম দেয়ার কথা বলে তার বাগানের ছোট ঘরে স্কুলছাত্রীদের নিয়ে যেতো সেখানে যৌন হয়রানি করতো। এরকম একমাস ধরে চলছিলো বলে জানায় প্রধান শিক্ষক।
এ ঘটনায় একটি মামলা করেছে অভিভাবকরা। আমিনুরের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তারা। ঘটনার পর থেকে পলাতক আমিনুর। তাকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক আমিনুরের বাড়ি সাতক্ষীরার শ্যামনগরে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
Leave a reply