মিসরের নিষিদ্ধঘোষিত ইসলামপন্থি রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স জানান এ তথ্য।
স্যান্ডার্স বলেন, পরিকল্পনা বাস্তবায়িত হলে অর্থনৈতিক ও ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে। গেল এপ্রিলে যুক্তরাষ্ট্র সফর করেন মিসরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি। সেসময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাতে, মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধের আহ্বান জানান তিনি।
এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় মুসলিম ব্রাদারহুড জানিয়েছে, হোয়াইট হাউজের সিদ্ধান্ত যাই হোক না কেন, আগের মতোই কাজ করে যাবে সংগঠনটি।
মিসরের সবচেয়ে পুরনো ইসলামপন্থি সংগঠনটির মধ্যপ্রাচ্যজুড়ে সমর্থকের সংখ্যা ১০ লাখের বেশি। ২০১৩ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট ও ব্রাদারহুড নেতা মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সিসি।
Leave a reply