চুয়াডাঙ্গার সব শিক্ষাপ্রতিষ্ঠানকে শেল্টার হোম হিসেবে ঘোষণা

|

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ঘুর্ণিঝড় ফোনীর জন্য চুয়াডাঙ্গায় সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের জরুরি বৈঠকে এ সতর্কতা জারি করা হয়। বৈঠকে জেলার সব সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারির ছুটি বাতিল করা হয়েছে। জেলার সব সরকারি বেসরকারি স্কুল-কলেজগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।

বৈঠকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ, এনজিও প্রতিনিধিসহ প্রায় সব দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস সভাপতিত্ব করেন। তিনি বলেন, আজ বৃহস্পতিবার থেকেই সব ধরণের সতর্কতা অবলম্বন করতে হবে। হাসপাতাল, ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন সতর্ক থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

জেলার চারটি উপজেলার সকল স্কুল কলেজকে শেল্টার হিসেবে ব্যবহার করা হয়। এছাড়াও গ্রামঅঞ্চলে অবস্থিত এনজিও ভবনগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply