ফণির প্রভাবে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি

|

শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসছে ফণি। ভারতের ওড়িষ্যার পুরী এলাকায় আজ শুক্রবার সকাল ৮টার পর প্রাথমিক আঘাত হেনেছে ঘুর্ণিঝড়।

দুপুর আড়াইটার পর উপকূল ধরে সেটি পশ্চিমবঙ্গে ঢুকে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে আসতে পারে। তবে তখন অনেকটা দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে ঘুর্ণিঝড়ের প্রভাবে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল ১০টার কিছু আগে হঠাৎ করে এই বৃষ্টি শুরু হয়।

ঢাকার বাইরে লালমনিরহাটেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও হালকা বাতাস বইছে। গতকাল দিনভর প্রচণ্ড তাপদাহ ও গরম শেষে আজ ভোর থেকে বৃষ্টি শুরু হয় ওই এলাকায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply