এটি খবর নয়, রম্য রচনা

|

“ঝড়ের নাম ‘ফেনী না ফণী’ এই তর্কে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৯ জন”– এমন একটি প্রতিবেদন ফেসবুকে ছড়িয়েছে। অনেক পাঠকই প্রতিবেদনটিকে ‘সত্য’ ধরে নিয়ে শেয়ার করছেন। যেমন একজন ফেসবুকার প্রতিবেদনটি শেয়ার করে মন্তব্য করেছেন, “জগতের আজব চীজ বাঙালি জাতি”।

বাস্তবে দেখা যাচ্ছে, ওই প্রতিবেদনটি একটি স্যাটায়ার বা রম্য প্রতিবেদন। যে ওয়েবসাইটে এটি প্রকাশ করা হয়েছে তাদের About Us সেকশনে নিজেদের পরিচয় সম্পর্কে ‘ডিসক্লেইমার’ দিয়ে লেখা হয়েছে–

“চ্যানেল ঢাকা একটি বিনোদন মূলক প্যারোডি, স্যাটায়ার নিউজ পোর্টাল। এখানে প্রকাশিত প্রায় সকল আর্টিকেলই নিছক বিনোদনের উদ্দেশ্যে তৈরিকৃত। কিছু আর্টিকেল লেখক নিজেই লেখেন। বাকিগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুক থেকে সংগ্রহ করা হয়। এই সাইটে প্রকাশিত লেখাগুলো শুধুমাত্র বিনোদন হিসেবেই গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি।”

এই ‘ডিসক্লেইমার’ না দেখেই পাঠকরা এটিকে সত্য ধরে নিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply