ফুটবলকে বিদায় বললেন জাভি হার্নান্দেস

|

ফুটবলকে বিদায় বলে দিলেন বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের সাবেক তারকা জাভি হার্নান্দেস।

চলতি মৌসুমের পর ২১ বছরের ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়েছেন বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার।

পেশাদার ফুটবল থেকে বিদায় নিলেও ফুটবলের সঙ্গে থেকে যেতে চান এই তারকা। তিনি বলন, ৩৯ বছর বয়স পর্যন্ত ফুটবল খেলে যাওয়াটা আনন্দের। আমির কাপ জয় এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের পরের পর্যায়ে পৌঁছানোর মাধ্যমে শীর্ষে থেকে আমি মৌসুমটা শেষ করতে চাই।

তিনি আরও বলেন, একজন খেলোয়াড় হিসেবে এটাই আমার শেষ মৌসুম। কিন্তু একজন কোচ হিসেবে আমার ভাগ্যে কী আছে তা আমি সত্যি দেখতে চাই।

বার্সেলোনার হয়ে আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন জাভি। স্পেন জাতীয় দলের হয়ে তুলে ধরেন বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশিপ ট্রফি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply