আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

|

???????????????????????????????

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

পূর্ব বিরোধকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (০৩ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মধুপুর গ্রামে কয়েক দফা এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় জুনায়েদ মিয়া (২১) নামে একজনকে টোটাবিদ্ধ হওয়ায় ঢাকা পাঠানো হয়েছে। বাকীদের মধ্যে আবেদ (২০), আলিম (৪৫), ফজল (৫০) ও হনুফা (৬০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিগত কয়েক মাস যাবত উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মধুপুরের জোলা বাড়ি ও মহিবুল্লাহ (মগা) বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে। শুক্রবার সকালেও এই বিরোধকে কেন্দ্র করে জোলা বাড়ির লোকজন মহিবুল্লাহ (মগা) বাড়ির লোকজনের উপর হামলা করে। এনিয়ে বিকাল পর্যন্ত দুপক্ষের মাঝে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, দুপক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। পুলিশ যতক্ষণ থাকেন ততক্ষণ পর্যন্ত সংঘর্ষ থেমে থাকে। পুলিশ চলে আসলেই সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply