ঢাবিতে পোস্টার পলিসি প্রতিযোগিতায় বিজয়ী রবিউল ও মারজুকার ‘প্যারেটি’

|

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও ইয়েস গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যেগে ১ম বারের মত পোস্টার পলিসি প্রতিযোগিতায় বিজয়ী হয় লোকপ্রশাসন বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী রবিউল ইসলাম ও মারিয়া মারজুকার দল ‘প্যারেটি’।

টিআইব ও ইয়েস গ্রুপ (ঢাবি চ্যাপ্টার) যৌথভাবে এ প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল পর্বে ৫টি দল প্রতিযোগীতায় লড়ে।

এ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ২০টি দল অংশগ্রহন করে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে ব্যাংকের সাবেক গভর্নর ডঃ আতিউর রহমান, টিআইবির কমিউনিকেশন ও আউটসোর্স কর্মকর্তা শেখ মঞ্জুর-ই-আলম, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়েস গ্রুপের সমন্বয়ক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

গত ২৩ এপ্রিল ২০১৯ এই প্রতিযোগিতা শুরু হয় এবং ০২ মে ২০১৯ চূড়ান্ত বিজয়ী ঘোষনার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়। অনুষ্ঠান শেষে ডঃ আতিউর রহমান বিজয়ী দলের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply