১২ লাখেরও বেশি উপকূলবাসী এখন আশ্রয়কেন্দ্রে

|

ঘূর্ণিঝড় ফণিতে প্রাণহানি এড়াতে উপকূলীয় এলাকার ১২ লাখেরও বেশি বাসিন্দাকে সাইক্লোন শেল্টারে সরিয়ে নেয়া হয়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার পর থেকে উপকূলীয় এলাকায় মাইকিং করে স্থানীয় প্রশাসন। আহ্বান জানানো হয় নিরাপদ স্থানে সরে যেতে। সেই নির্দেশনা অনুযায়ী উপকূলীয় এলাকার মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যান। সেখানে শিশু-বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ আশ্রয় নেন। সেখানেই চলছে রান্না-বান্না।

অনেক এলাকায় রাতে অবস্থানের পর ভোরে বাড়িতে ফিরতে থাকে লোকজন। আবার কোথাওবা আবহাওয়ার বৈরিতা দেখে নতুন করে আশ্রয় কেন্দ্রে পাড়ি জমান আতঙ্কিতরা। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, খাবারসহ দুর্গতদের সবরকম সহযোগিতা করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply