রাজবাড়ী প্রতিনিধি:
সাড়ে ২৫ ঘন্টা পর ঘূর্ণিঝড় ফণি’র সর্তকতায় দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকা দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে আবারো চালু হয়েছে ফেরী চলাচল।তবে প্রাথমিকভাবে সীমিত আকারে ছোট ফেরীগুলো চালানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (৪ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে চলাচল শুরু করে ফেরী।
এর আগে গত শুক্রবার (৩ মে) দুপুর ২ টার সময়ে নিরাপত্তা জনিত কারণে এই রুটে ফেরী চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন জানান,শনিবার বিকেলে সাড়ে ৩টার দিকে সীমিত আকারে ছোট আকারের ফেরী চলাচল শুরু করা হয়েছে।সবকিছু প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করছে।
Leave a reply