শিশুবান্ধব আদর্শ নগরী গড়ে তুলতে শিশুদের সাথে রাজউকের মতবিনিময়

|

শিশুবান্ধব আদর্শ নগরী গড়ে তুলতে ‘ডিটেইল এরিয়া প্লান-ড্যাপ’ নিয়ে শিশুদের সাথে মতবিনিময় সভা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক।

সকালে রাজউক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ থেকে অন্তত ৯০ জন শিশু অংশ নেয়।

অনুষ্ঠানে রাজউকের চেয়ারম্যান বলেন, বাংলাদেশে নগরে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৪ কোটি ২৭ লাখ। যার অর্ধেকই শিশু কিশোর।তাই শিশু-কিশোরদের জন্য একটি শিশু বান্ধব নগরী গড়ে তুলতে ‘ডিটেইল এরিয়া প্লানে শিশুদের মতমত ও চিন্তাধারার প্রতিফলন থাকা উচিত।

তিনি বলেন, পরিকল্পিত, বাসযোগ্য ও উন্নত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে ২০১০-২০১৫ সালের জন্য প্রথম ড্যাপ অনুমোদন দেয় হয়। সেই ধারাবাহিকতায় ২০৩৫ সাল পর্যন্ত সংশোধিত ড্যাপ চূড়ান্ত করণে কাজ করছে রাজউক। এরই মধ্যে ড্যাপ প্লান নিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে মতবিনিময় সভা করেছে সংস্থাটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply