ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তঃসত্ত্বা নারী-শিশুসহ ৫ ফিলিস্তিনির মৃত্যু

|

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে অন্তঃসত্ত্বা নারী ও এক শিশুসহ পাঁচ ফিলিস্তিনির। আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

তেলআবিবের দাবি, এর আগে সীমান্ত এলাকা থেকে আড়াইশ’বার রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামীরা। জবাবে বিমানের পাশাপাশি ড্রোন মিসাইল আর ট্যাঙ্ক থেকেও হামলা চালায় ইসরায়েল। নতুন করে সংঘাত শুরু হওয়ায় মিসরের মধ্যস্থতায় চলমান অস্ত্রবিরতির আলোচনাও থমকে গেছে। শুক্রবার গাজা-ইসরায়েল সীমান্তে বিক্ষোভ চলার সময় ছয় ফিলিস্তিনিকে হত্যার জেরে শুরু হয় সংঘাত। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর কার্যালয়ও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply