ময়মনসিংহ সিটি করপোরেশনসহ স্থগিত উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

|

বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় ময়মনসিংহ সিটি করপোরেশনে শুধু কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোটগ্রহণ চলছে। এছাড়া, স্থগিত হওয়া কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল, লালমনিরহাটের আদিতমারী উপজেলাতেও চলছে ভোট। শুধু চেয়ারম্যান পদে ভোট নেয়া হচ্ছে নীলফামারীর জলঢাকায়। উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সুনামগঞ্জের ছাতকের সিংচাপইর ইউনিয়ন পরিষদে।

ময়মনসিংহ সিটির ৩৩টি সাধারণ ওয়ার্ডে ২৪২ এবং সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২৭টি কেন্দ্রের ৮৩০টি কক্ষে ইভিএমে চলছে ভোট। ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৩৪ জন। বিএনপি ভোটে অংশ না নেয়ায় এবং জাপা প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের ইকরামুল হক টিটু।

এদিকে, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল, লালমনিরহাটের আদিতমারী উপজেলাতেও। ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরাট থাকার অভিযোগে ত্রিশালে একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply