সৌদি আরবে কাল থেকে রোজা শুরু

|

আগামীকাল সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রোজা শুরু হচ্ছে। গতকাল শনিবার মধ্যপ্রাচ্যের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে ১৪৪০ হিজরির শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে।

সৌদির রাষ্ট্রীয় সংস্থা এ তথ্য দিয়েছে।

এ ব্যাপারে গতকাল শনিবার সৌদি সরকারের এক বিবৃতিতে বলা হয়, আরবি ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র রমজান শুরু হওয়ার কথা ৬ মে সোমবার থেকে।

এদিকে সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও আগামীকাল সোমবার থেকে শুরু হবে রোজা।

আর আজ চাঁদ দেখা গেলে সোমবার থেকে উত্তর আমেরিকায়ও পবিত্র রমজান মাস শুরু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply