রমজানের শুরুতে শ্রীলঙ্কায় ফের হামলার শঙ্কা

|

কাল শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। এর আগে শ্রীলঙ্কান কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে রমজানের শুরুতে আবারও হামলা করতে পারে উগ্রপন্থীরা।

এমন শঙ্কার কারণে দেশটিতে বাড়তি নিরাপত্তা সতর্কতা অবলম্বন করা হচ্ছে। লঙ্কান প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা বলেছেন, এখনও আগের হামলার সাথে জড়িত ২৫ থেকে ৩০ জন সন্দেহভাজন পলাতক রয়েছে।

তবে তারা সবাই সম্ভাব্য আত্মঘাতী বোমা হামলাকারী ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না গোয়েন্দারা।

গত ইস্টার সানডেতে দেশটির কয়েকটি হোটেল ও চার্চে একযোগে বোমা হামলা হয়। এতে আড়াইশ’র বেশি মানুষ মারা যান। ন্যাশনাল তাওহীদ জামাত নামের একটি অখ্যাত গ্রুপের সদস্যরা এই হামলা চালায় বলে গোয়ন্দারা জানিয়েছেন। এতে ছিল জঙ্গি সংগঠন আইএসের মদদ। তারা হামলার দায় স্বীকার করে বিবৃতিও দিয়েছে।

এরপর দেশব্যাপী অভিযানে কয়েক ডজন সন্দেহভাজন গ্রেফতার হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply