ভারতে চলছে পঞ্চম ধাপের লোকসভা নির্বাচন

|

ভারতে চলছে পঞ্চম ধাপের লোকসভা নির্বাচন। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

৭ রাজ্যের ৫১ আসনে নেয়া হচ্ছে ভোট। তবে, ভারতীয় গণমাধ্যমগুলোর আগ্রহের শীর্ষে উত্তর প্রদেশের ১৪ আসন। কারণ, রাজ্যটির আমেথি-রায়বেড়েলিতে আজ নির্ধারিত হচ্ছে কংগ্রেসের দুই কর্ণধার সোনিয়া ও রাহুল গান্ধির ভাগ্য। একইসাথে, দলটির প্রেসিডেন্টের শক্ত প্রতিদ্বন্দ্বী বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানির জনপ্রিয়তাও যাচাই হবে আজ।

এদিকে, লক্ষ্ণৌ আসনে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং- এর ভবিষ্যৎ নির্ধারণ করবেন ভোটাররা। এই ধাপে লড়ছেন ৬৭৪ প্রার্থী; ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় ৯ কোটি ভোটার। উত্তর প্রদেশ ছাড়াও রাজস্থানের ১২, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের ৭টি করে আসনে হচ্ছে ভোট। এই পর্যায়ে রয়েছে বিহারের ৫টি, ঝাড়খন্ডের চারটি এবং কাশ্মিরের ৩টি আসন। একযোগে ফল প্রকাশিত হবে ২৩ মে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply