নুসরাত রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টার একমাস পূর্ণ হলো আজ

|

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টার একমাস পূর্ণ হলো আজ।

গত ৬ এপ্রিল আলীম পরীক্ষা দিতে কেন্দ্রে গেলে নুসরাতকে জোর করে ছাদে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় কয়েকজন দুর্বৃত্ত। ঘটনার তিনদিন পর ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত। এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছেন ২১ জন । এর মধ্যে মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গতকাল বিকেলে মামলার আদালতে জবানবন্দি দেন ৪ জন স্বাক্ষীও। তারা হলেন নুসরাতের সহপাঠী নিশাত সুলতানা, নাসরিন সুলতানা, মাদ্রাসার পিয়ন নুরুল আমিন ও নৈশপ্রহরী মো. মোস্তফা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply