পদ্মা সেতুর ১২তম স্প্যান বসতে পারে আজ

|

পদ্মা সেতুর ১২তম স্প্যান বসতে পারে আজ। চলতি মাসে আরও দুটি স্প্যান বসানোর পরিকল্পনা আছে কর্তৃপক্ষের।

৫-এফ নামের স্প্যানটি মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ২০ ও ২১ নম্বর খুঁটির কাছে নেয়া হবে। স্প্যানটি বসলে দৃশ্যমান হবে পদ্মা সেতুর ১৮০০ মিটার। ‘তিয়ান ই’ নামে একটি ভাসমান ক্রেন স্প্যানটি নিয়ে যাবে সেতুর মাঝ বরাবর। ১৫০ মিটার দৈর্ঘের স্প্যানটির ওজন তিন হাজার ১৪০ টন। এরই মধ্যে ৪২টি খুটির মধ্যে ২৫টি খুটি প্রস্তুত করা হয়েছে।

আগামী ১০ মে পদ্মা সেতুতে ১৩তম স্প্যান ওঠার কথা রয়েছে। ৩-বি নামের ওই স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হবে। গত ২৩ এপ্রিল জাজিরা প্রান্তে ৩৩ ও ৩৪ নম্বর খুটির ওপর বসানো হয় ১১তম স্প্যান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply