এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৮২.২০

|

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ৮২.২০ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যা গত বছরের চেয়ে ৪.৪৩ শতাংশ বেড়েছে। গত বছরের পাশের হার ছিলো ৭৭.৭৭ শতাংশ।

সারা দেশে জিপিএ ৫ পেয়েছে ১,০৫,৫৯৪ জন। শতকরা হার ৪.৯৬ শতাংশ। গত বছর সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ১,১০,৬২৯।

এবার শুধুমাত্র এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় কমেছে। এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে ৯৪,৫৫৬ জন। শতকরা হার ৫.৫৮ শতাংশ। গত বছর শুধুমাত্র এসএসসিতে জিপিএ ৫ পেয়েছিলো ১,০২,৮৪৫ জন।

এবছর মাদ্রাসা শিক্ষাবোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৬,২৮৭ জন। গত বছর পেয়েছিলো ৩,৩৭১ জন। অন্যদিকে কারিগরি শিক্ষাবোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৪,৭৫১ জন। গত বছর পেয়েছিলো ৪,৪১৩ জন।

শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা ২৫৮৩। শুধুমাত্র এসএসসিতে এ বছর পাশের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের পাসের হার ৮৩.০৩। কারিগরি শিক্ষাবোর্ডের পাশের হার ৭২.২৪।

ছাত্রের তুলনায় ১.৫৩% ছাত্রী বেশি পাস করেছে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে। এ জন্য SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আর মাদরাসা বোর্ডের ক্ষেত্রে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এছাড়া কারিগরি বোর্ডের এসএসসি ভোকেশনাল পরীক্ষার ফল জানতে ssc লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এছাড়াও www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফল ডাউনলোড করা যাবে।

এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ৬৪ হাজার ৮৯২ জন ছাত্রী এবং ১০ লাখ ৭০ হাজার ৪৪১ জন ছাত্র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply