‘ক্রস হ্যান্ডশেক’ করতে গিয়ে গলদঘর্ম ট্রাম্প!

|

(L-R) Thailand's Prime Minister Prayut Chan-O-Cha, Russian Prime Minister Dmitry Medvedev, Vietnam's Prime Minister Nguyen Xuan Phuc, US President Donald Trump, Philippine President Rodrigo Duterte, Australia Prime Minister Malcolm Turnbull and Singapore's Prime Minister Lee Hsien Loong join hands for the family photo during the 31st Association of South East Asian Nations (ASEAN) Summit in Manila on November 13, 2017. World leaders are in the Philippines' capital for two days of summits. / AFP PHOTO / JIM WATSON (Photo credit should read JIM WATSON/AFP/Getty Images)

আজ সোমবার ফিলিপাইনে শুরু হয়েছে ৩১তম আসিয়ান সম্মেলন। সেখানে প্রশান্ত মহাসাগরীয় ১০ দেশের নেতাদের পাশাপাশি উপস্থিত ছিলেন আমন্ত্রিত কয়েকজন অতিথিও। তাদের মধ্যে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের শুরুতেই ঐতিহ্য অনুযায়ী উপস্থিত নেতাদের ‘ক্রস হ্যান্ডশেক’ সেশনে অংশ নিতে হয়। আর তাতেই তালগোল পাকিয়ে ফেলেন মার্কিন প্রেসিডেন্ট। রীতিমত সংগ্রাম করেও যেন তাল মেলাতে পারছিলেন না অন্য নেতাদের সাথে। নিচের ছবিগুলোতে সেই চিত্র ফুটিয়ে তুলেছে হাফিংটন পোস্ট।

১. হ্যান্ডশেক সেশন শুরুর আগে নেতারা এক সারিতে দাঁড়াচ্ছেন। ট্রাম্পকে নিজের অবস্থান গ্রহণের জন্য ইশারা করছে ফিলিপিনো প্রেসিডেন্ট দুতার্তে।

২. ক্রস হ্যান্ডশেকের নিয়ম অনুযায়ী, একজনের ডান হাত অন্যজনের বাম হাতকে ধরবে। কিন্তু ট্রাম্প আর রাশিয়ার প্রধানমন্ত্রী মেদভেদেভ বিষয়টা প্রথমে ধরতে পারেননি। তারা উভয়ে ভুলভাবে পাশের জনের হাত ধরতে উদ্যোত হন।

৩. ইতোমধ্যে ট্রাম্প বুঝতে পেরেছেন তার হাত ধরার মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে! তবে মেদভেদেভ আগের মতোই আছেন।

৪. বুঝতে পেরে পাশে দাঁড়ানো ভিয়েতনামের প্রেসিডেন্টের হাত থেকে নিজের ডান হাত ছাড়ানোর চেষ্টা করছেন ট্রাম্প।

৫. এরপর বড় কষ্টে ‘ক্রস হ্যান্ডশেক’ করার চেষ্টায় আছেন তিনি।

৬. মেদভেদেভ ক্রস হ্যান্ডশেক না করেই থাকলেন। অন্যদিকে সংগ্রাম করে যাচ্ছে ট্রাম্প!

৭. অবশেষে সফলভাবে ধরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মুখভঙ্গিতে বিরক্তির ছাপ।

৮. জোর করে হাসার চেষ্টা করছেন তিনি!

৯. শেষ পর্যন্ত কষ্টের মধ্যেও একটা পাক্কা হাসি দিতে পারলেন!


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply