‘বন্যা এক মাস থাকতে পারে, পর্যাপ্ত খাদ্য আছে’

|

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করে দেখা দেয়া বন্যা এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে।

আজ সকালে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বন্যা পরিস্থিতি ও তা মোকাবেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। এসময় তিনি জানান, সম্ভাব্য দীর্ঘ বন্যা সময় খাদ্য সংকট দেখা দেবে না। সরকার পর্যাপ্ত খাদ্য মজুদ করেছে।

মন্ত্রী আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রকাশ করে আরও বলেন, ঢাকা আশপাশের এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে।

বন্যার পানি পুরোপুরি নেমে না যাওয়ার পর্যন্ত সরকারের ত্রাণ তৎপরতা অব্যাহত থাকবে জানিয়েছে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply