লিবিয়ায় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হাফতার বাহিনীর, ‘পর্তুগিজ পাইলট’ আটক

|

লিবিয়ার আকাশে উড্ডয়নরত অবস্থায় একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন দেশটির বিদ্রোহী গ্রুপ লিবিয়ান ন্যাশনাল আর্মি।

ফ্রান্সের তৈরি মির‌্যাজ বিমানটির পাইলটকেও আহত অবস্থা আটক করা হয়েছে। হাফতারের বাহিনী দাবি করছে, আটক পাইলট একজন পর্তুগিজ নাগরিক এবং সে লিবিয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে যুদ্ধ করছিল।

আটক পাইলটের রক্তাক্ত অবস্থার ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন হাফতারপন্থী অনেকে। তাতে দেখা যাচ্ছে, ন্যাশনাল আর্মির পোশাক পরা সৈন্যরা তাকে ঘিরে সেলফি তুলছেন। তবে ওই পাইলটের নাম জানা যায়নি।

দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার মধ্যপ্রাচ্য সংবাদদাতা বেল ট্রিউ জানিয়েছেন, হাফতারের অনুগতরা তার কাছে পাইলটের ছবি পাঠিয়েছেন।

সূত্র: রাশিয়া টুডে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply